|
Date: 2023-10-18 10:27:08 |
ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের প্রতি সমর্থন জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সংহতি সমাবেশ ও প্রতিবাদী মিছিল হয়েছে।আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা।এ সময় শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর ধরে নানাভাবে ইসরায়েলের কাছে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। সেখানে শিশু, নারীসহ নিরীহ মানুষদের অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে।গাজায় বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ইসরায়েল যুদ্ধাপরাধের মতো জঘন্য কাজ করলেও বিশ্ব আজ চুপ হয়ে আছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা তাদের পক্ষে যুদ্ধ করতে চাই। সমাবেশে রাষ্ট্রকে এ হত্যাযজ্ঞের নিন্দা জানানোর জন্য আহ্বান করা হয়। একইসঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানান। এর পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন ও বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন।
© Deshchitro 2024