বেনাপোলে ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার


 যশোরের বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গাপদ্দবিল হতে সজিব হোসেন নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে

থানা পুলিশ।


ইজিবাইকচালক সজিব হোসেন (১৬) সে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের

সাইদুল ইসলামের ছেলে।


বেনাপোল পোর্টথানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতের কোন এক

সময় কে বা কারা চালক সজিব’কে গলা কেটে হত্যা করে লাশ খড়িডাঙ্গা পদ্দবিলে

ফেলে দেয়। সকালে ফেলে যাওয়া লাশ দেখে স্থানীয়রা পোর্ট থানা পুলিশকে

জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।


লাশ উদ্ধারের বিষয়ে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ

কামাল হোসেন ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কেন এবং কি কারণে এ

হত্যাকান্ড সংঘটিত হয়েছে লাশটির ময়না তদন্তের পর জানা যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024