|
Date: 2023-10-18 11:03:03 |
রংপুরের মিঠাপুকুর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্ত¡রে বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখা আয়োজন করেন।
স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক আফছার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম আহব্বায়ক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক আনোয়ার সাদাত লিমন,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান ও যুগ্ম আহব্বায়ক সাইদুর রহমান তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আহব্বায়ক কমিটির সদস্য মেজবাহুর রহমান মঞ্জু সহ প্রমূখ।
© Deshchitro 2024