রংপুরের মিঠাপুকুর উপজেলায় এ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার পলাশ চ্যাটার্যী (৪২) নামে এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। ঘটনায় প্রজেক্ট কো-অর্ডিনেটর,পিয়ন,গাড়ি চালক ও শিশুসহ ৫জন আহত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় উপজেলার লতিবপুুর ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের এসএ এগ্রো ফিডস কোম্পানীর সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে।জানা যায়-গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ধাপেরহাট  গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন মাদারীপুর জেলার বাসিন্দা পলাশ চ্যাটার্জী। সকালে তার  স্ত্রীর প্রসব জনিত ব্যাথা উঠলে রংপুরে চিকিৎসার জন্য স্থানীয় জুনায়েদ এ্যাম্বুলেন্স সার্ভিস(কুষ্টিয়া-ছ ১১-০০১১) নামে  একটি এ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিলে ওভার ট্যাকিং করার সময় ইস্পাহানী কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো-উ ১৪-২০১৯) মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয় সাধারণ জনগণ তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024