|
Date: 2023-10-18 11:39:28 |
মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপি। সোমবার (১৬ অক্টোবর) প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮৩ দশমিক ২৭৭৫ রুপিতে। মার্কিন মুদ্রার বিপরীতে যা সর্বকালের সর্বনিম্ন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর বেড়েছে। এছাড়া এশিয়ার অন্যান্য মুদ্রা বড় দর হারিয়েছে। ফলে ভারতীয় রুপির মানে ধস নেমেছে। আলোচ্য কার্যদিবসে প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮৩ দশমিক ২৭৭৫ রুপিতে। যা সর্বকালের সর্বনিম্ন। আগের কর্মদিবসে তা ছিল ৮৩ দশমিক ২৬২৫ রুপি।
সাম্প্রতিক সময়ে গ্রিনব্যাকের বিপরীতে ভারতীয় রুপির অবমূল্যায়ন অব্যাহত রয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ভারতের মুদ্রার দরে ব্যাপক পতন ঘটে। ডলারপ্রতি মূল্যমান হ্রাস পেয়ে দাঁড়ায় ৮৩ দশমিক ২৬৭৫ রুপিতে। সেসময় তা ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে কম।
এদিকে, এশীয় অঞ্চলের অধিকাংশ দেশের মুদ্রার অবনমন হয়েছে। ডলারের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার মুদ্রা কোরিয়ান ওনের সর্বোচ্চ পতন ঘটেছে।
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের কারণ কী? প্রাথমিকভাবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন সংঘাত, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে ভারতীয় রুপির মানের রেকর্ড পতন হয়েছে।
তবে ইতোমধ্যে রুপির পতন ঠেকাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ফলে মুদ্রাটির অবমূল্যায়ন রাতারাতি ঘটছে না। স্বাভাবিকের মতোই আছে।
ব্যবসায়ীরা বলছেন, স্পট বাণিজ্যে সরাসরি হস্তক্ষেপ করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ডলার সরবরাহ করেছে তারা। ফলে রুপির মান এক লাফে বেশি কমেনি।
© Deshchitro 2024