গাজীপুরে বাসনে ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১)। এ সময় তাদের কাছ থেকে ১টি মিনিট্রাক,৩টি মোবাইল ফোন ও ৪ হাজার ৩ শত টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো-কুমিল্লার ব্রাহ্মনপাড়ার
পুকুরপাড় (মাধবপুর)এলাকার আ.সামাদ ছেলে মো.জসিম উদ্দিন(৪১) ও একই এলাকার কমল চন্দ্র বর্মন ছেলে মধু চন্দ্ৰ বৰ্মন(১৯)।
গাজীপুর পােড়াবাড়ী ক্যাম্প র্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান,কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা হতে ১টি ক্যারেট বোঝায় করে মিনি ট্রাকে গাঁজার একটি বড় চালান গাজীপুর হয়ে ময়মনসিংহ দিকে যাচ্ছে।
এমন খবরের ভিত্তিতে বরিবার ৭ই আগস্ট রাত ১টা ৩০ মিনিটে জেলার বাসনের চান্দনা চৌরাস্তা “নাঈম বিরানী হাউজ” এর সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়।
পরে রাত ৩টা ৩মিনিটের দিকে চেকপোস্ট অতিক্রমকালে ওই মিনি ট্রাকসহ ঢাকা-মেট্রো-ড-১১-৮৭৯১) দুই জনকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশী করে ৪০কেজি গাঁজাসহ মিনিট্রাক, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৩ শত টাকা উদ্ধার করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন
সময় কুমিল্লা থেকে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।এ ব্যাপারে বাসন থানায় মাদক আইনে মামলা করা হবে।