|
Date: 2023-10-18 11:52:04 |
সুন্দর প্রকৃতি। চলছে ফুটবল টুর্নামেন্ট। কিছুক্ষণ পরে স্নিগ্ধ ছোঁয়ায় সেজেছে টিএসসিসি। সকল কাজ ফেলে রেখে একত্রীত সিনিয়র-জুনিয়র। কোন র্যাগিং মতো অপসংস্কৃতি চর্চার জন্য নয়, সবাই পরস্পরকে কাছে পেয়ে অনেকটা আবেগাপ্লুত। 'নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে' কবি গোলাম মোস্তফার বনভোজন কবিতার এই লাইনের মতো শিক্ষার্থীরা সবাই যেন তারার হাসি হেসেছে। বলছিলাম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের চড়ুইভাতি ও মিলনমেলার গল্প।
ঋতুচক্রের হাজিরা খাতায় কার্তিক মাসের প্রথম দিন, হেমন্তকাল। সকাল ১১ টায় বিভাগের আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের শেষে বর্ণিল আয়োজনে আয়োজন করা হয় চড়ুইভাতির। পরে সন্ধায় জাঁকজমকপূর্ণভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই মিলনমেলার সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের স্নাতক (সম্মান) এর ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রায় আড়াইশো ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সবাই আবেগাপ্লু।
শিক্ষার্থীরা জানান, 'দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র একত্রীত হয়ে শিশুদের মতোই খুনসুটিতে মেতেছিলেন শিক্ষার্থীরা। আড্ডার আসরে স্মৃতিচারণ করে অনেকে ফিরে গিয়েছিলেন সেই ছোটবেলায়। বিশ্ববিদ্যালয়ে সবুজ ক্যাম্পাসে আড্ডার সঙ্গে সঙ্গে চলছিল বিভিন্ন স্টাইলে তোলা সেলফির ঘনঘটা। মুখর প্রাণের স্পন্দন জেগেছিল বিভাগের সকল শিক্ষার্থীদের প্রাণ জুড়ে। '
চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের একজন আব্দুল্লাহ পারভেজ। তিনি বলেন, ' আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্ট ও চড়ুইভাতির মাধ্যমে বিভাগের সকলের সঙ্গে ভালোবাসার বন্ধন যেন আরো দৃঢ় হলো। এই অনুষ্ঠানটিকে বাস্তবায়ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সবার অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছিল চমৎকার উৎসবমুখর।
© Deshchitro 2024