নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের জানাজা ও দাফনকাজ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে আজ।

বুধবার (১৮ই অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ মুক্তিরহাটে বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের জানাজা নামাজের আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। ডোমার থানা পুলিশের সহযোগিতায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় রাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আলম রব্বি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম রব্বানী, ভোগডাবুড়ী ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার (কানু), ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, সদস্য শরীফ মোহাম্মদ আলী সাজু, শাহাদাত হোসেন, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ডন প্রমূখ।

জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ্যতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024