|
Date: 2023-10-18 12:42:13 |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা ও শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ই অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইভবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024