মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া মহাম্মদপুর হাজী ভরষউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ডাঃ এ এস এম নাজমুল হক সাগর। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের  সভাপতি ইসতিয়াক আহমেদ চঞ্চল, বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ডাঃ নাজমুল হক সাগর বলেন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা ১৯৭৫ এর ১৫ আগষ্ট। এদিন ঘাতকের নির্মম বুলেটে খুন করা হয় ছোট্ট শিশু রাসেলকে। কি দোষ ছিল এই ছোট্ট রাসেলের, আমরা আর কোন শিশুর করুন মৃত্যু দেখতে চাই না। কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সৈনিক হবে নতুন প্রজন্ম। তাদেরকে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023