|
Date: 2023-10-18 13:52:20 |
‘কাঁদছে নদী, কাঁদছে সাগর, কাঁদছে মেঘদল- কোথায় গেল রাসেল সোনা, সবার চোখে জল’– কবিতার এই পঙক্তিকে সামনে রেখে নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ই অক্টোবর) সকালে ডোমার মহিলা ডিগ্রী কলেজে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আনন্দ র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, দোয়া মাহফিল, কবিতা পাঠ, চিত্রাঙ্কন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।
ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার প্রেসক্লাবের সভাপতি ও কলেজের গভর্নিং বডির সদস্য আসাদুজ্জামান চয়ন, সদস্য মোঃ নুরুল ইসলাম বিএসসি, ডোমার মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ লতিফুল করিম, সহকারী অধ্যাপক আবু ফাত্তাহ্ কামাল পাখি, মহিউদ্দিন আহমেদ প্রমূখ।
এর আগে, কলেজ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের নতুন একাডেমিক ভবনের সামনে সমবেত হয়ে বৃক্ষরোপণ করা হয়। এরপর কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীর অংশগ্রহণে বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024