আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময় সভা উত্তর ঘাটচেক গাউসিয়া তৈয়্যবিয়া ক্বাছিমিয়া সুন্নীয়া মাদ্রাসা মাঠে বুধবার (১৮ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দুলা মিয়া সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। 


ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, সদস্য আকতার হোসেন খান, পৌর আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, পৌর কাউন্সিলর আবুল কাশেম, উপজেলা যুব লীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমানুল হক তালুকদার, উপজেলা তাতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল তালুকদার, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। 


রাঙ্গুনিয়ার ভূমিপুত্র তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত ধরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় অক্ষুণ্ণ রাখতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024