কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে বিজয় স্তম্ভ চত্বরে শেখ রাসেল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, আবুল কালাম আজাদ প্রমূখ।


অপরদিকে, জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ও জেলা পরিষদ চত্বরে শেখ রাসেল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। এছাড়াও দলীয় উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


এছাড়াও কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।  


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024