|
Date: 2023-10-19 00:43:09 |
ঠ'কিয়ে দিয়ে ভাবছো
জিতে গেছো তুমি,
ক'ষ্টের দা'বা'ন'লে রোজ
পু'ড়ছি আমি।
সোনাকে আ'গুনে পু'রেই যেনো
অলংকার হতে হয়,
বিশ্বাসের ঘরে খু'ন হয়েই বুঝেছি
বিশ্বাস অ'পাত্রে দান করার নয়।
ভালোবাসনি কোনদিনও তুমি
তোমার সবটাই ছিল অ'ভিনয়,
মু'খো'শ সবাই পরে থাকে
শুধু জো'কা'র'রাই চি'হ্নিত হয়।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024