আজ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ রোল মডেল:সালমান এফ রহমান


বসির আহামেদ:


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সারা পৃথিবীতে বাংলাদেশকে যেভাবে উঁচু মর্যাদায় নিয়ে গেছে আজ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ রোল মডেল। বিএনপি-জামায়াত সরকারের আমলের মতো এখন আর খাদ্যের জন্য অন্যের কাছে হাত পাততে হয় না। তাই এখন বিদেশে সবুজ পাসপোর্ট দেখলে আমাদেরকে অনেক সম্মান ক নবাবগঞ্জ উপজেলায় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন সালমান এফ রহমান।সালমান এফ রহমান বলেন, যদি বঙ্গবন্ধু দেশটা স্বাধীন না করতেন আমরা আজ এত কিছু পেতাম না। আমরা পাকিস্থানের গোলাম হয়ে থাকতাম। শেখ হাসিনার কারণে দেশ আজ এতটাই উন্নত হয়েছে যে আজ পাকিস্থানসহ বিশ্বের অন্যান্য দেশ আমাদের নিয়ে স্বপ্ন দেখে। তারা স্বপ্ন দেখে আমরা ও বাংলাদেশের মতো উন্নত হতে চাই। কাজেই এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।সমাবেশে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকার, বাদল চন্দ্র বিশ্বাস, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, কৃষকলীগের কেন্দ্রীয় কামটির সহসভাপতি আবুল হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারন সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024