|
Date: 2023-10-19 07:06:06 |
"তুচ্ছ নয় রক্তদান , বাঁচতে পারে একটি প্রাণ "-এ প্রতিপাদ্যকে সামনে রেখে
দুওসুও বালিয়াডাঙ্গী স্বেচ্ছাসেবক রক্ত দান (DBSR) সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় । আজ সকাল ১০ ঘটিকার সময় কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুম সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় । ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী ।
এ সময় উপস্থিত ছিলেন সোহরাব হোসেন হিরু সহকারী শিক্ষক , শ্রী নির্মল সহকারী শিক্ষক । রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির মোঃ রাজা আলম প্রতিষ্ঠাতা , মোঃ আলমগীর হোসেইন সভাপতি, বিপ্লব ব্রমণ ল্যাব বিশেষজ্ঞ, বক্কর খান সহকারী পরিচালক, মোঃ ফরহাদ সাধারণ সম্পাদক প্রমুখ ।স্বেচ্ছাসেবক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় -এই সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন । এই সংগঠনে লক্ষ্য উদ্দেশ্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা। মুমূর্ষ রোগীদের রক্ত সরবরাহ করা । সামাজিক কার্যক্রমকে বেগবান করা ।
© Deshchitro 2024