উখিয়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শেখ রাসেল দিবস ২০২৩ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচের মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক, শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।



এবারের প্রতিপাদ্য্ বিষয় হচ্ছে শেখ রাসেল দীপ্তময়, নির্ভীক নির্মল দুর্জয় । এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান শাওন। এ সময় মেডিকেল অফিসার , স্বাস্থ্য পরিদর্শক, উপজেলা স্যানেটারী কর্মকর্তা, ইপিআই টেকনিশিয়ান, পরিসংখ্যানবিদ, নার্স ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আজ জম্ম দিন। ১৯৬৪ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলও। মৃত্যুকালে তিনি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে হাসপাতালে ভর্তিকৃত রোগীদেরকে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024