|
Date: 2023-10-19 10:02:03 |
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার এর আয়োজনে বৃহস্পতিবার (১৯অক্টোবর) মৌলভীবাজার সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজের প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল্লাহ-আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র জায়েদ আহমদ, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র আশরাফ উদ্দীন শফি, শাহ উসমান আলী জাকি প্রমুখ।
এসময় ছাত্ররা বক্তব্যে বলেন, ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে’, ‘বাংলাদেশে ইসরাইল সংশ্লিষ্ট সকল পণ্য ও ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে। ইসরাইল ফিলিস্তিনে উপর নির্যাতন বন্ধ করতে হবে।
সমাবেশ ও মিছিলে মৌলভীবাজার সরকারি কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
© Deshchitro 2024