|
Date: 2023-10-19 12:42:51 |
আশাশুনি উপজেলার কুল্যা ও বুধহাটা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া বেতনা নদী খনন কাজের জন্য খেয়াপারাপার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের মানুষের নদী পারাপারে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মানুষের কষ্ট লাঘবে বৃহস্পতিবার সকালে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সংযোগ সাঁকো নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয়রা।
কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকী ফেরদৌস পলাশ ও বাহাদুরপুর ইউপি সদস্য নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সাঁকো নির্মাণ কাজ শুরু করা হয়েছে। নদী পারাপারের ব্যবস্থা না থাকায় বাহাদুরপুর এলাকা থেকে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। কোমর পানি মাড়িয়ে কাদামাটি মেখে, পোশাক ভিজিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকী পলাশ বলেন, বাহাদুরপুর এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ইউপি সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে বাহাদুরপুরবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ সংযোগ সাঁকো নির্মাণ করছেন। কাজ শেষ হলে চলাচলের জন্য সমস্যা সাময়িক ভাবে কেটে যাবে।
© Deshchitro 2024