রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাচ্ছিলেন তাঁরা, নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম এবং বাসে করে যাচ্ছিলেন কক্সবাজারের উদ্দেশ্যে, এর মধ্যে উখিয়া থানা পুলিশ শুরু করে সাঁড়াশি অভিযান।

বৃহস্পতিবার বিকেলে উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে বের হয়ে আসা ৫১ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

আটক রোহিঙ্গারা জানায়, ক্যাম্প থেকে তাঁরা পালিয়ে উখিয়ার বিভিন্ন জায়গা এবং কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলো ।



এদিকে পুরো অভিযানের নেতৃত্বে দিয়েছেন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী, তিনি জানান, রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় গিয়ে অপরাধকাজে জড়াচ্ছে, ক্যাম্প থেকে বের হওয়া ঠেকাতে পুলিশের এ বিশেষ অভিযান।



এদিকে চলতি মাসেই ক্যাম্প থেকে বের হয়ে যাওয়া দেড় হাজারেরও অধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

আটক রোহিঙ্গাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024