ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে নান্দাইলে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল 


অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে ময়মনসিংহের নান্দাইলে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।


ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী  নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে মাওলানা ওয়ালী উল্লাহ ও মাওলানা আমরুল্লার যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আমির ইবনে আহমাদ, মুফতি শরিফুর রহমান, মাওলানা নূরুল আলম, মাওলানা গোলাম মোস্তফা, মুফতি হারুন কাসেমী, মাওলানা মানাজীর আহসান খান তাবসীর, মুফতি আবুল হাসেম, মাওলানা কাজী আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল আহাদ প্রমূখ।


বক্তারা সারাবিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানকে  ফিলিস্তিনের পক্ষে জুড়ালো সমর্থন দেওয়া এবং ইসরাইলি যাবতীয় পণ্য বর্জনসহ কুটনৈতিক সম্পর্কিত ছিন্ন করার আহবান জানান।এসময় তারা ইহুদিদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বক্তারা বলেন,দ্বীন ও ঈমানের স্বার্থে দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে।


সংহতি সমাবেশ শেষে হাজার হাজার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্ডীপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনি মুসলমানদের বিজয় ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024