|
Date: 2023-10-19 15:49:21 |
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রাঙ্গুনিয়ার ঘাগড়া সাত ঘরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা পদক ২০২৩- এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বিদ্যালয়টি। বিদ্যালয়টির শিক্ষার মান, ফলাফল, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম খুবই সমৃদ্ধ এবং উন্নত। এসব দিক বিবেচনায় বিদ্যালয়টি শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
এরআগে ঘাগড়া সাত ঘরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে ১৬ বার, জেলা পর্যায়ে ৬ বার এবং বিভাগীয় পর্যায়ে এবারসহ দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এবার জাতীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে অংশ নেবে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ইমতিয়াজ মিয়া।
© Deshchitro 2024