|
Date: 2023-10-20 09:04:44 |
ময়মনসিংহের ফুলপুরে ১৮ ( অক্টোবর)পিতা মুজিবের নিষ্পাপ শহীদ শেখ রাসেল এর ৬০ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে , সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ পরিবারের নামে তালিকা ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান 'শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয় এর মাঠে চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ এর কন্ঠে পিতা মুজিবের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম শরিফ আহমেদ এমপি মহোদয়ের এর প্রতিনিধি, অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আবদুল্লাহ আল ফুয়াদকে নগদ ৫০০০/- পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করেন ! এছাড়াও শহীদ শেখ রাসেল এর ৬০ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন শেষে পিতা মুজিব ও তার পরিবারের রোহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং অনলাইন কুইজ প্রতিযোগিতা "বঙ্গবন্ধু ও তার পরিবারকে জানুন" এ অংশগ্রহন কারী ৫০ জনকে মুক্তিযোদ্ধের কিশোর ইতিহাস বইটি পুরুস্কার হিসেবে প্রদান করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়! সিংহেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ( সাগর), ময়মনসিংহ জেলা ছাত্রলীগ এর সাবেক সদস্য ও উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আক্তার মাসুদ সরকার, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের ছাত্রলীগের ছাত্রনেতা আবুল বাশার নাজমুল, সাখাওয়ত, সজিব, আলামিন প্রমুখ। এছাড়া সারাদিন স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনা মুল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়। অনুষ্ঠান পরিচানা করেন, শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ দৌলত খান ।
© Deshchitro 2024