সুনামগঞ্জ জেলা ব্যাপি সর্বাধিক প্রচারিত শিশু কিশোরদের মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে আজ ২০ই অক্টোবর শুক্রবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি হাই স্কুলে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। 

সমস্ত জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২০টি কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দিপনায় বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


মেধাবৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জনাব মিসবাহুল করিম, সুনামগঞ্জ জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও জেলা পাঠক ফোরামের সাবেক চেয়ারম্যান এড শামস উদ্দিন, জেলা ফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ মোমতাজুল হাসান আবেদ ও সুনামগঞ্জ জেলা ফোরামের চেয়ারম্যান তাহমিদ আহমদ।


এছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা ফোরামের সাবেক চেয়ারম্যান হাফিজ জাকির হোসাইন, জুনাইদ আল হাবিব, আশরাফ উদ্দিন, ফোরামের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস, জেলা ফোরামের সাবেক ভাইস চেয়ারম্যান এড রেজাউল করিম, আব্দুল তাহিদ, সাবেক পৃষ্ঠপোষক আনোয়ার উদ্দিন, জুবায়ের আহমদ, আরাফাত আহমদ রাহাত ও তৈয়বুর রহমান।


এতে আরো উপস্থিত ছিলেন পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, পাগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রমিজ উদ্দিন, শিক্ষাবিদ নূরুল ইসলাম, জগন্নাথপুর শাহজালাল জামেয়ার প্রিন্সিপাল কবির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, ভিমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ন কান্তি পুরকায়স্থ, সাংবাদিক ইমরান আহমদ, সোহেল আহমদ সহ বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।


অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা পৃষ্টপোষক শামীম আহমদ, মেহেদী হাসান তুহিন, আব্দুল্লাহ আল মামুন, আশিক বিল্লাহ, আবু সুফিয়ান ত্বোহা। এছাড়াও বিভিন্ন থানা ও স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পঞ্চম, অষ্টম, নবম ও দশম শ্রেনীর প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। সচেতন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কিশোরকন্ঠের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই এই মেধাবৃত্তি প্রতিবছর আয়োজন করা হোক। এতে মেধা বিকাশের দ্বার উন্মোচিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024