বিশ্বনাথে মোকাব্বিরের ভিত্তি প্রস্তর ফলক ভাংলো দুর্বৃত্তরা 



এস.পি.সেবু

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:


উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দক্ষিণ ভোলাগঞ্জে স্থাপিত ভিত্তি প্রস্তর ফলক ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

২০ অক্টোবর ভোরে স্থানীয়রা ভিত্তি প্রস্তর ফলকটি ভাঙ্গা দেখতে পান।


১৯ অক্টোবর দিবাগত রাতে কে বা কারা এটি ভেঙেছে তা সনাক্ত করতে পারেননি এলাকাবাসী। তবে এ নিয়ে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে এলাকায়।  


সরজমিনে গিয়ে ফলকটি ভাঙ্গা ও কৌতুহলী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এব্যাপারে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা এস এম রফিক আহমদ বলেন, সংসদ সদস্য মোকাব্বির খানের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা চায়না এলাকার উন্নয়ন হোক। 


এসময় উপস্থিত এলাকার সুনু মিয়া, মাসুক মিয়া, খালিক মিয়া, তুরণ মিয়া, নুরুল আমিন সরদার, আব্দুল জব্বার, আরশ আলী, কবির আহমদ একি অভিযোগ করেন। 


বিগত ২৫ সেপ্টেম্বর ২৩ ইং সোমবার দক্ষিণ ভোলাগঞ্জ এলজিডি রোড মদনপুর কমিউনিটি ক্লিনিক ভায়া মদনপুর জামে মসজিদ টু প্রতাপপুর সি এন্ড বি রোড উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মোকাব্বির খান। 


এরপর ১৩ অক্টোবর কাজ না করে ভিত্তি প্রস্তর ফলক স্থাপন, রাস্তা পাকাকরণ কাজে ঘুষের অভিযোগ এনে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরকে নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর ও বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমানের একটি ভিডিও প্রকাশে এলাকায় উত্তেজনা বিরাজ করে। তার প্রেক্ষিতে সভাপতি আব্দুন নূর কে সাময়িক বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা আওয়ামীলীগ। বর্তমানে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত লক্ষ্য করা যাচ্ছে। 


রাস্তাটি পাকাকরণ নিয়ে চরম মতানৈক্য সৃষ্টি হয়েছে চারিগ্রাম এলাকায়। এরি রেষ কাটতে না কাটতে আজ দুর্বৃত্তদের দ্বারা ভিত্তি প্রস্তর ফলক ভাঙ্গা নিয়ে পরিস্থিতি উদ্বেগজন বলে জানিয়েছেন এলাকার একাধিক বাসিন্দা। এ নিয়ে আওয়ামীলীগ সভাপতি আব্দুন নূর পক্ষ কে দোষারোপ করা হচ্ছে।


এব্যাপারে সভাপতি আব্দুন নূর জানিয়েছেন কে কারা এটি করেছে তা আমি কিছুই জানিনা এবং আমার সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। 


বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ভিত্তি প্রস্তর ফলক ভাঙ্গার কোন অভিযোগ কারো পক্ষ থেকে পাইনি। বিষয় টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024