সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব গুলির মধ্যে শ্রেষ্ঠ কম্পিউটার ল্যাব নির্বাচিত হয়েছে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
শেখ রাসেল দিবসে শ্যামনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারের নিকট থেকে শ্রেষ্ঠ ল্যাবের ক্রেষ্ট গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী।
জানা যায় উপজেলায় প্রায় কুড়িটির অধিক প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব চালু রয়েছে। এসকল ল্যাব গুলির মধ্যে শ্রেষ্ঠ ল্যাব নির্বাচিত হয়েছে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।