|
Date: 2023-10-20 12:41:21 |
ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর ইসরাইয়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে হাজারও মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা তালামীযের সভাপতি রাকিবুল ইসলাম সালেহ এর সভাপতিত্বে ও নাজমুল ইসলাম এবং আব্দুল কাদিরের যৌথ সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পৌর আল ইসলাহ'র যুগ্ন সম্পাদক আক্তার হোসেন, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সাবেক তালামীয নেতা মইনুল ইসলাম জাকির, আল ইসলাহ যুগ্ন সাধারন সম্পাদক মো. ফয়েজ উদ্দিন, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান আল মাদানী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আল আল ইসলাহ’র সাধারণ সম্পাদক এবিএম শামসুদ্দোহা খান আবু বকর, অর্থ সম্পাদক আব্দুল কায়ূউম, মৌলভীবাজার জেলা তালামীযের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্রতো শায়েল আহমদ, আব্দুস সত্তারসহ দলীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম নির্যাতন চালাচ্ছে। ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে তাদের বাস্তুচ্যুত করছে। তারা অবরোধ দিয়ে ফিলিস্তিনের লাখ লাখ মানুষকে মানবেতরভাবে বন্দি করে রেখেছে। ইসলায়েলি হায়েনারা হাসপাতালে বোমা ফেলে অর্ধসহস্র ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে হত্যা করেছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধ। আমরা অনতিবিলম্বে এসব নির্যাতন বন্ধের দাবি জানাই।
© Deshchitro 2024