|
Date: 2023-10-21 09:42:57 |
টাঙ্গাইলের মধুপুরে ফিলিস্তিনিদের উপর ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ২১ অক্টোবর শনিবার সকাল ১১টায় মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পদক্ষিণ করে মিছিলটি সরকার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে ইসরাইল বিরোধী বিভিন্ন প্লে-কার্ড, ফেসটুন, পতাকা, ব্যানারসহ নানা শ্লোগানে প্রকম্পিত হয় মধুপুরের রাজপথ। উক্ত বিক্ষোভ মিছিলটি মধুপুর জামিয়াতুস ছুফ্ফাহ টেংরী গোরস্থান মাদ্রাসার, মধুপুর ওলামা পরিষদ, মধুপুর ছাত্র পরিষদ, আয়োজন করে। বিক্ষোভ মিছিলটির পূর্বে সকালে মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি প্রমুখ।
© Deshchitro 2024