আধুনিক ধান চাষে কলাকৌশল ও তেল ফসলের আবাদ বৃদ্ধি'লক্ষে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে বালিজুড়ী পূর্ব পাড়ায় কৃষকদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার ( ২১শে অক্টোবর)  সকালে অধ্যক্ষ গোলাম রব্বানী'র বাড়ী প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়৷ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী৷ এ সময় কৃষকদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূর আহাম্মেদ সিদ্দিক ও উপসহকারী কৃষি কর্মকর্তা রিমা আক্তার প্রমূখ৷ এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ ২০/২৫ জন কৃষক উপস্থিত ছিলেন৷ বৈঠকের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী কৃষকদের যে কোনো পরামর্শ ও সহযোগীতার জন্য উপজেলা কৃষি অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সব সময় পাশে থাকবে,এলাকার কৃষকদের সুবিধার্থে আমার বাড়ীর আঙ্গিনায় ঘরটি অফিস হিসাবে ব্যাবহার করবেন এবং কৃষকদের নিয়ে বৈঠক করবেন এখানে৷ কৃষকদের জন্য কৃষি যন্ত্র বা সরঞ্জামাদি এখানে সংরক্ষিত থাকবে৷ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন আধুনিক ধান চাষের কলাকৌশল ও তেল ফসলের আবাদ বৃদ্ধিতে চাষীদের করণীয় সম্পর্কে আমরা অবহিত করি এবং কৃষকরা কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ ও সহযোগীতা পাবে ইনশাআল্লাহ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024