|
Date: 2023-10-21 12:43:05 |
চার বছরের নির্বাসনের পর পাকিস্তানে ফিরলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে তিনি ইসলামাবাদ পৌঁছান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত আছেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।
গত চার বছর যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন পিএমএল-এন প্রধান নওয়াজ। তার বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগে মামলা চলছে। তবে গত বছর আস্থা ভোটে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের পর আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নওয়াজ। গত বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করে পাকিস্তানের হাইকোর্ট। এতে করে দেশে ফেরার পথ সুগম হয় তার।
তার আইনজীবী আমজাদ পারভেজ জানিয়েছেন, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে। নওয়াজ শরিফ তার শহর লাহোরে ফিরবেন। হাইকোর্ট থেকে জামিনে থাকায় এ সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে না।
এদিকে, পিএমএল-এনের নেতা ইসহাক দার জানিয়েছেন, শনিবার বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে যাবেন নওয়াজ। সেখানে একটি সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।
© Deshchitro 2024