|
Date: 2023-10-22 01:44:46 |
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আবেদন জানিয়ে নিজ নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশে
ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেছেন, 'দলমত নির্বিশেষে নৌকা ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আজ শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছেন। তিন বেলা খাবার খেয়ে সুখে বসবাস করছেন। মানুষের আজ অভাব নেই। অভিযোগ নেই।'
শনিবার (২১ অক্টোবর) বেলা ৩টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী ঘোনাপাড়া এলাকায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মুজিব কিল্লা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল বলেন, 'নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে। বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না। বিশ্বে মাথা উঁচু করে চলবে। সেই লক্ষ্য পূরণ করতে আগামী ডিসেম্বরে দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’
ফরিদুল হক খান দুলাল এমপি আরও বলেন, '৩৮ বছরে বাংলাদেশের উন্নয়ন হয়েছে ১ লক্ষ কোটি টাকা, আর সাড়ে ১৪ বছরে উন্নয়ন হয়েছে প্রায় আট লক্ষ কোটি টাকা কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এক সময় আমাদের উপজেলায় রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট না থাকায় আমাদের ছেলে মেয়েদের ভালো বিয়ের ঘর আসতো না রাস্তা ঘাট উন্নয়ন হওয়ার কারণে এখন আমরা বড় বড় বিভিন্ন শহরে বিয়ে দিতে পারচ্ছি।'
প্রতিমন্ত্রী বলেন, 'বিএনপি সাড়াদেশে এক সঙ্গে বোমা মেরেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এক সঙ্গে ৫৬০টি স্থানে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,
আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবির এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু।
© Deshchitro 2024