|
Date: 2023-10-22 04:55:29 |
জীবনের কাছে আমার একটা প্রশ্ন
সুখ গুলো কেন একসুতোয় বাঁধা নয় ?
দুঃখরা একসাথে দলবেঁধে ঠিকই হানা দেয়।
চাওয়া তো হারিয়ে গেছে,
পাওয়াও বহুদূর এগিয়েছে।
যেখানে অন্ধকার নিজেরে হারায়
আমাকে যেন সেখানেই মানায়।
ভেঙে যাচ্ছে মন গভীর থেকে গভীরে
নাকি ডুবে যাচ্ছি কোন এক মহারাজের গহ্বরে।
••••••
আনজানা ডালিয়া
মিরসরাই,চট্টগ্রাম
© Deshchitro 2024