গাজায় ধ্বংসস্তূপের নিচে  কাঁদছে মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার সকালে শহরের বাসস্ট্যান্ডে নাগরিক পরিষদের  আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।


নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেদ আলম, মহিলা পরিষদের সভানেত্রি হোসনেয়ারা রুবি, উপজেলা মহিলা  আওয়ামীলীগের সভাপতি শামীমা পারভীন রোজি ও আব্দুল ওহাব সহ আরো অনেকে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024