সাদকার হাদিস মানা ওয়া‌জিব ব‌টে;

কখন আবার আজিব কিছু ঘ‌টে!

ডান হা‌তে ঘুষ-ঠুষ নিই না য‌দিও,

বাম হা‌তে নি‌লে ডান হাত বু‌ঝে না—

আমি হা‌দিস মা‌না-মু‌মিন, প্রিয়!


মানুষ কখ‌নো হয় না দেবতা,

আমি তো সরকা‌রি কর্মকর্তা;

ভিন্ন হি‌সেব, উচু স্থান-মর্যাদা

তেল-‌টেল একটু মার‌বে না? ত‌বে কী!

পা‌য়ের নি‌চে-তোমার জান্নাত, দাদা।


•••••••

লেখক: ফা‌হিম আহমদ ছা‌মি (পদ্মফুল)

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024