|
Date: 2023-10-22 09:52:27 |
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রবিবার (২২অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের আয়োজনে একটি র্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কুন্দারহাট বাসস্ট্যান্ডে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্বাস আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজনুর রহমান, ও আনিছুর রহমান, নাজমুল হোসেন মুক্তার সহ ফাঁড়ি থানার সকল ফোর্সরা উপস্থিত ছিলেন। সেসময় কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন গাড়ি চলন্ত অবস্থায় কোনো মতেই যাত্রী ওঠা-নামা করবেন না। ভটভটি, নছিমন, ইজিবাইক,থ্রি হুইলার যেন মহাসড়কে না ওঠে সে বিষয়ে চালক,যাত্রী পথচারি সহ সবাইকে সচেতন হতে হবে। অনির্দিষ্ট গতিতে গাড়ী চালাবেন না,সড়ক দুর্ঘটনারোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
© Deshchitro 2024