|
Date: 2023-10-22 10:13:55 |
কবিতা
"তোমাকে ভালোবেসে"
লেখকঃ কাজী এহসানুল হক জিহাদ
তোমাকে ভালোবেসে
আমার প্রতিটা আঁধার নিদ্রাহীন
তোমাকে ভালোবেসে
আমার গহীনজুড়ে
আঘাত আর আাঘাত...।
হৃদয়চিরে রক্তবর্ষন রোজ
প্রতিদিনই মরছি একটু একটু করে
ঝড়ছি মরীচিকার মতো...।
দুচোখের কোনে
কান্নার বর্ষন
নোনাজলের ঢেউ...।
তোমাকে ভালোবেসে
সীমাহীন কষ্টের পাহাড় জমেছে
হৃদয়ের চারপ্রকষ্ঠে
ধূ ধূ মরুভূমি আজ...।
© Deshchitro 2024