অভিমানী খোকা

রহমত আলী 


এইযে সোনা রাগ করেনা

আকাশ পানে চাও 

ঐ-যে দেখো চাঁদ উঠেছে 

এক মুঠো ভাত খাও।


আমার খোকা অনেক বোকা

রাগ অভিমান করে

রাগের উপর থাকলে পরে

পেটটা কি আর ভরে


লক্ষী সোনা চাঁদের কণা

ঐ-যে দেখো তারা

এক মুঠো ভাত কে খাবি আয়

আমার খোকা ছাড়া।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024