|
Date: 2023-10-22 14:24:54 |
যশোরের অভয়নগরে নওয়াপাড়া থেকে
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিনকেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেফতার হয়েছে। আজ (২২ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সুমন অধিকরী (২৩) ও মোহাম্মদ মুন্না (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া রেলস্টেশনের পশ্চিম পাশে পূর্ব নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন অধিকারীকে আড়াই কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। পরে প্রফেসর পাড়ায় অপর এক অভিযানে পাঁচশ’ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ মুন্নাকে আটক করা হয়। এঘটনায় অভয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
© Deshchitro 2024