|
Date: 2023-10-22 14:45:32 |
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো।
ভিবিডি ভোলা জেলার যাত্রা শুরু হয় আজ থেকে তিন বছর আগে। বলতে বলতে সুনামের সাথে সম্পূর্ন করেছে তাদের সফলতার তিনবছর।
গত ২১ অক্টোবর ভোলার ফুডপ্লেস এন্ড রুফটপ রেস্টুরেন্টে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে ভিবিডি ভোলা জেলা চতুর্থ বছরে পা রেখেছে। সারাদিন ব্যাপি ৬০ জনের বেশি ভলান্টিয়ারদের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
এসময় ভিবিডি ভোলা জেলার সভাপতি, মোঃখালেদ বিন কবির বলেন,
ভিবিডি ভোলা জেলা সমাজের মানুষের সেবায় কাজ করে চলছে প্রতিনিয়ত এবং শিশু শিক্ষা, স্বাবলম্বী প্রজেক্ট সহ দারিদ্র্যের সেবার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
© Deshchitro 2024