চোখ ভোঁতা হয়ে গেছে স্বপ্নের রাজ্যে ঘুরে ঘুরে

ভাবনার স্বপ্নগুলো ঘুরে স্বপ্নের দুয়ারে দুয়ারে!

সম অসম ঘুমে, জাগ্রত স্বপ্নগুলো

কখনো ফেরিতে, কখনো ফেরতে ।


দিনের স্বপ্নগুলো ঘুরে এধারে ওধারে 

রাতের স্বপ্নরা হারিয়ে যায় ঘুর অন্ধকারে 

ঘুমের স্বপ্নগুলো হারিয়ে যায় দিশেহারা পথে-- 

দিনের স্বপ্ন,স্বপ্নেই থেকে যায় বন্দী কারাগারে।।


•••••••

লেখক: সেলিম তালুকদার আকাশ

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024