অবহেলিত উখিয়া এখন সরকারের উন্নয়নের জোয়ারে আমূল পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার প্রধানের আন্তরিকতায় উখিয়া উপজেলায় প্রায় ৮শ কোটি টাকার ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। চারিদিকে শুধু উন্নয়নের ছোঁয়া আর উন্নয়নের চিত্র। ফলে মানুষকে আগে যেখানে পায়ে হেটে যেতে হতো, এখন সেখানে যানবাহন নিয়ে যেতে পারে।

স্থানীয় জনসাধারণের মাঝে এখন উন্নয়ন বঞ্চিত থাকার আক্ষেপ নেই বললেই চলে। গ্রাম হবে শহর সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে গ্রামের প্রান্তিক জনসাধারণ।


২০১৭ সালের ২৫ আগষ্ট ১০ লক্ষাধিক বাস্তুচ্যুত মায়ানমার জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর শুরু হয় উখিয়া-টেকনাফে বসবাসরত লোকজনের বিভিন্ন সমস্যা ও দুঃখ-দূর্দশা । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অনুধাবন করে উখিয়া উপজেলাকে অন্যান্য উপজেলার চাইতে আলাদা গুরুত্ব দিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। তার ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলের পরিকল্পিত পরিকল্পনা ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুরো উখিয়ায় উন্নয়নের চিত্র বদলে যায়। ইতিমধ্যে বিগত ৫ বছরে ৮ শ কোটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।


এছাড়াও দেশি-বিদেশি এনজিও এর মাধ্যমে প্রায় ১ শত কোটি টাকার উন্নয়নের কাজ বাস্তবায়িত হয়েছে।


এদিকে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের প্রায় ৩০ কোটি টাকার উন্নয়ন সাধিত হয়েছে উখিয়া উপজেলায়। তাছাড়াও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিশেষ আবেদন ও অনুরোধ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিশেষ বরাদ্দকৃত দুস্থ মহিলা সহায়তা (ভিডাব্লিউবি) প্রকল্পের আওতায় ২০৭ কোটি ৩৬ লক্ষ টাকার চাউল বিতরণ হয়েছে বিগত ৬ বছর ধরে দুস্থ পরিবার গুলোর মধ্যে । যার সুফল ভোগ করছে উখিয়ার ২০ হাজার অসহায় পরিবার।


রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ,কালভার্ট, সাইক্লোন সেন্টার, অবকাঠামো, প্রশাসনিক ভবন,ভূমি অফিস, ধর্মীয় প্রতিষ্টান, শতভাগ বিদ্যুৎয়ান, গভীর নলকূপ, স্বাস্থ্য সম্মত টয়লেট, মুক্তিযোদ্ধা ভবণ ও গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণসহ সব ধরনের উন্নয়ন সম্পন্ন হয়েছে এই সরকারের আমলে।


এগুলো মাঠ পর্যায়ে সুচারুভাবে বাস্তবায়ন করতে স্থানীয় সংসদ সদস্য, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উখিয়া উপজেলা প্রকৌশলী, উপজেলা পরিষদের পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগন সহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকলেই দিন রাত কঠোর পরিশ্রম করে গেছেন।


দায়িত্বশীল সুত্রে জানা যায়, বর্তমান সরকারের আমলে যে পরিমান উন্নয়ন উখিয়ায় হয়েছে, বিগত কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে উখিয়া উপজেলার মানুষের দুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে।


এই উন্নয়ন প্রকল্প গুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকার দল তথা আওয়ামীলীগের পক্ষে যথেষ্ট প্রভাব ফেলবে এবং স্থানীয় জনগণকে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট প্রদানে প্রভাবিত করবে বলে স্থানীয় সচেতন মহল মনে করেন।


শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী সরকারের আমলে উল্লেখযোগ্য বাস্তবায়িত প্রকল্পসমূহ হলো,পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি (GOBM) প্রকল্পের মাধ্যমে ৪ কোটি ৫ লক্ষ ২১ হাজার ৩৩১ টাকা।

বৃহত্তর চট্টগ্রাম জেলা গ্রামীণ উন্নয়ন প্রকল্প (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) GCHDP (CTG-2) প্রকল্পের মাধ্যমে ৬ কোটি ১৮ লক্ষ ৬৭ হাজার ৮৬ টাকা।

বৃহত্তর চট্টগ্রাম জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) GCRIDP (CTG-3) প্রকল্পের মাধ্যমে ৫৯ কোটি ৫৭ লক্ষ ৬২ হাজার ৪ টাকা।

বৃহত্তর চট্টগ্রাম জেলা গ্রামীণ অবকাঠামো মেরামত প্রকল্প (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) CTG-3 ( Maint) প্রকল্পের মাধ্যমে ১ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৮৬০ টাকা।

অগ্রাধিকার ভিক্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২ ও ৩ (IRIDP-2 & 3) প্রকল্পের মাধ্যমে ১৭ কোটি ৩৩ লক্ষ ২২ হাজার টাকা।

বন্যা ও দূর্যোগ পূনর্বাসন প্রকল্প (FDR) প্রকল্পের মাধ্যমে ৬ কোটি ৩৮ লক্ষ ৯৫ হাজার ৩৯১ টাকা।

অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্প ( CBU-100m) প্রকল্পের মাধ্যমে ২১ কোটি ১০ হাজার ১৯৫ টাকা।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (PEDP-4) প্রকল্পের মাধ্যমে ৪ কোটি ৮২ লক্ষ ১০ হাজার ৮৪৭ টাকা।

বহুমুখী দূর্যোগ আশ্রয়ন প্রকল্প (MDSP) WB প্রকল্পের মাধ্যমে ৩১ কোটি ৫ লক্ষ টাকা।

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GSIDP) প্রকল্পের মাধ্যমে ৫৯ লক্ষ টাকা।

জরুরী সহায়তা প্রকল্প EAP (ADB) প্রকল্পের মাধ্যমে ১৭৫ কোটি ৩৪ লক্ষ টাকা।

জরুরী বহুমুখী রোহিঙ্গা সংকট পুনর্বাসন প্রকল্প (EMCRP) WV প্রকল্পের মাধ্যমে ৪৪০ কোটি ৯৪ লক্ষ ৭৮ হাজার ৭১৬ টাকা।

শহর ও গ্রামে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প (TULO) প্রকল্পের মাধ্যমে ১ কোটি ৫৫ লক্ষ ২ হাজার ২৯২ টাকা।

সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে ৮ কোটি ৪৫ হাজার ৫৪৪ টাকা।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৬৮ লক্ষ ৪৭ হাজার ১৫৬ টাকা।


উল্লেখ্য, উখিয়া উপজেলা প্রকৌশলী অফিস ৭৮১ কোটি ৫৯ লক্ষ ৯৮ হাজার ৪২২ টাকার এই উন্নয়ন কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024