শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধানের সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর ২০২৩ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নবাগত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী থানার এসআই রোকসানা আক্তার খানমসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঝিনাইগাতী উপজেলায় ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার যোগদান করেন। বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের কাজের বিষয়াদি মতবিনিময় সভায় উল্লেখ করেন। এসময় নবাগত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া তার বক্তব্যে বলেন, সকলের সহযোগিতা পেলে ঝিনাইগাতী উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন তিনি। একইদিনে বিকেল ৩টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় ইউএনও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024