|
Date: 2023-10-23 11:22:15 |
নীলফামারীর ডোমারে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী' এর প্রধান কার্যালয় উদ্বোধন ও চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে আজ।
সোমবার (২৩শে অক্টোবর) উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী' এর প্রধান কার্যালয় উদ্বোধন ও সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন– ব্লাড ব্যাংক জোড়াবাড়ী এর উপদেষ্টা বাবুল আলম, রাকিব হাসান, মোঃ দেলোয়ার রহমান, মোঃ মফিজার রহমান মানু, মোঃ মজিবুল ইসলাম, মোঃ লিটন ইসলাম, মোঃ শাওন সরকার প্রমূখ।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি সোহেল রানা বলেন, বিগত ৪ বছরে সংগঠনটি এক হাজার ৭৮৯ ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
পরে ফিতা কেটে সংগঠনের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন ও কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সদস্যরা।
© Deshchitro 2024