ধর্মীয় সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মির্জা আজম এম পি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত৷ সোমবার মাদারগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত বালিজুড়ী এস এম  ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

শুরুতেই বিশ্ব মুসলিম দের রক্ষায় দোয়া করা হয়৷ 

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  আলহাজ্ব মির্জা আজম এম পি৷ মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান বেলাল এর সভাপতিত্বে এবং মাদারগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম কিবরিয়ার সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য  রাখেন জামালপুর পৌরসভার মেয়র জনাব ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা,জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব দৌলত জামান দুলাল, জামালপুর জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট এর সভাপতি মোঃ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও আজহারুল ইসলাম বি এস সি, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল, মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাই বুলু বি এস সি, আব্দুর রাজ্জাক, ইমাম মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীন প্রমূখ৷ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024