শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। ২৩ অক্টোবর ২০২৩ সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, দৈনিক যায়যায়দিনের সাংবাদিক গোলাম রব্বানী টিটু, দৈনিক গণমুক্তির সাংবাদিক দুদু মল্লিক, গ্লোবাল টিভির সাংবাদিক আবু হেলাল, দৈনিক আমাদের সময়ের সাংবাদিক জাহিদুল হক মনির, এশিয়ান টিভির সাংবাদিক সাইফুল ইসলাম সাইফুল্লাহ, দৈনিক ভোরের চেতনার সাংবাদিক মোরাদ হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের সাংবাদিক সাদ্দাম হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। ঝিনাইগাতী উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি ঝিনাইগাতী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024