|
Date: 2023-10-23 17:45:12 |
ঢাকা জেলার দোহার উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পোদ্দার বাড়ি সংলগ্ন পালামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ সুজন ওরফে বাইদ্যা সুজন (৪০) এবং মো. কামাল (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করে থানা পুলিশ। পরে আটককৃতদের মামমা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত সুজন ওরফে বাইদ্যা সুজন ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের মৃত আমির আলীর ছেলে এবং কামাল যশোর জেলার চৌগাছা উপজেলার আফরা গ্রামের মো. আতর আলী কাজির ছেলে।
সোমবার (২৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন দোহার থানা পুলিশ।
© Deshchitro 2024