প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয় পেলেও টানা তিন হারে ব্যাকফুটে আছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার বিশ্বকাপে দাপুটে ফর্মে থাকা সাউথ আফ্রিকার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক।


প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে বৈশ্বিক আসরটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা আছে বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও।


ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। অনেক ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মঙ্গলবার মুখোমুখি হবে টাইগার-প্রোটিয়া বাহিনী। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। 


আবহাওয়ার পূর্বাভাস বলছে, মুম্বাই শহরের স্টেডিয়ামটির আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৭১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।


সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024