|
Date: 2023-10-24 02:52:28 |
এইতো সেদিন ও ছিলাম আমি কত ছোট্ট
ছোট্ট ছোট্ট পায়ে হাটা শিখছিলাম
সবাই আমায় আদর করে
ডাকতো পাকনা খোকা।
এভাবেই কাটতে থাকে
ছোট্ট খোকার দিনগুলি
যখনি মা তার খোকাকে দেখতো
সারাদিন দুষ্টমি খেলাধুলায়ে মেতে আছে
তখনি খুব আনন্দ পেতো কারন
তার খোকা বড় হতে চলছে হাটতে শিখছে।
দিনে দিনে খোকাও বড় হতে থাকলো
মায়ের আনন্দ ও বাড়তে থাকলো
বাড়তে থাকে মায়ের স্বপ্ন দেখা
তার সাথেই মা যেনো বুনতে শুরু করলো
খোকাকে এক নতুন স্বপ্নের ঘড়।
যদিও এখনো কিছুই বুজে না
মায়ের শত কষ্টের পড় ও যেনো
সব সুখের কারণ এখন খোকা
আর এভাবেই চলতে লাগলো দিন
বড় হতে থাকলো মায়ের স্বপ্ন
বেড়ে উঠতে থাকে খোকা
রঙিন এক স্বপ্ন নিয়ে।
•••••••
লেখক: আমিনুল ইসলাম আরিফ
© Deshchitro 2024