|
Date: 2023-10-24 09:40:33 |
ঘূর্ণিঝড় ‘হামুনথ মোকাবেলায় দেশের সর্ব দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
মঙ্গলবার(২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপার সভাপতিত্বে সভায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, ওসি শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম,পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার,কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার,নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাচ্ছু মিয়া,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,সাংবাদিক হাইরাজ মাঝিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।
এ সভায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে,সাইক্লোন সেন্টারের পাশাপাশি অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজ কেন্দ্রগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত হয়। এসব কেন্দ্রে শুকনা খাবার এবং শিশু খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা ও জনগণকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কর্মী প্রস্তুত থাকবে।
© Deshchitro 2024