|
Date: 2023-10-24 09:49:05 |
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের শহর আলী । অন্যান্য ফসলের আবাদ করার পর তিনি এবার বেগুন চাষ করে লাভের মুখ দেখছেন এ ক্ষুদ্র কৃষক।
মানুষ সমান উচু মাকড়া বেগুন গাছে উৎপাদিত বেগুন স্থানীয় বাজারের পাশাপাশি উপজেলার নওয়াপাড়া বাজারের পাইকারী ব্যবসায়ীরা অতি আগ্রহরে কিনে থাকেন। প্রতি কেজি বেগুন পাইকারি ৮০/৯৫ টাকা দরে বিক্রি করছেন। সরেজমিনে দেখা যায় শহর আলী খেতে পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন।
শহর আলী বলেন- ৪ কাঠা জমিতে শসা, ফুল কপি, পাতা কপি, লাল শাক ও মূলা সহ বিভিন্ন শাক-সবজি চাষ করে থাকি। পরে ঐ জমিতে বেগুন চাষ করে বেগুনের বাম্পার ফলন হয়েছে। এতে আমি বেশ লাভবান হবো বলে আশা করছি। তিনি আর ও বলেন- “সব মিলিয়ে আমার মোট খরচ হয়েছে ৬,০০০ হাজার টাকা। শুরুতেই তিনবার তুলে এ পর্যন্ত বেগুন বিক্রি করেছি ১০,০০০ হাজার টাকা। এ ছাড়া ক্ষেতে যা বেগুনের ধর এসেছে তা বিক্রি করলে শেষ পর্যন্ত হয়তো আরও ২০,০০০ টাকা পাওয়া যাবে বলে আশা করছি।
দেশে যত সবজি উৎপাদন হয় তার মধ্যে সবচেয়ে বেশি কীটনাশক প্রয়োগ করা হয় বেগুন চাষে। পোকার আক্রমণে ফলে শতকরা ২৫ থেকে ৩০ ভাগ বেগুন নষ্ট হয় । সে জন্য একটু বেশি হয়। ক্ষুদ্র চাষী শহর আলী বলেন এ জমিতে আগে শসা লাগানো ছিল সেই সার প্রয়োগ রয়েছে, যার কারণে অল্প খরচে লাভটা পাচ্ছি বেশি। এটা হচ্ছে মাকড়া বেগুন, বাজারে এই বেগুনের চাহিদা অনেক বেশি,দৃষ্টিনন্দন বেগুন বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গে পাইকারি ক্রেতারা আগ্রহভরে ক্রয় করে থাকে, এতে আমি বেশ আনন্দিত। পাখিরা আক্রমণ ঠেকাতে সমস্ত জমিতে নেট দিয়ে ঘিরে রেখা হয়েছে।
প্রতিবেশীরা বলেন, সে যখন সময় পাই তখনই ক্ষেতে গিয়ে বেগুন ক্ষেত পরিচর্যা করেন। শুধু তাই নয়, বেগুন ক্ষেতের চারপাশে ও বাড়ির আঙ্গিনায় আরো নানা ধরনের পুষ্টিকর সবজির চাষ করেন পরিশ্রমী এই ক্ষুদ্র চাষী ।
© Deshchitro 2024